হুজুগে কিংবা বাপের হোটেল বন্ধ হয়ে যাওয়ার দুর্যোগে অথবা গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো বড়ো বড়ো কোম্পানিতে চাকরি পাওয়ার সুযোগে; যে যে কারণেই প্রোগ্রামিং শিখতে আগ্রহী হোক না কেন, তাকে প্রোগ্রামার হিসেবে একটু লেভেলে উঠতে হবে।
এখন কথা হচ্ছে- লেভেলে উঠতে হলে কী করতে হবে? এই লেভেলে উঠার লেভেল কতটুকু? জানা তো প্রয়োজন তাইনা?
প্রোগ্রামিং শিখছি, টুকটাক পারি অথবা যতটুকুই পারি কোথাও তো কাজ খুঁজে পাচ্ছিনা। তাহলে উপায়? সারা জীবনের স্বপ্ন ছিল গুগল, মাইক্রোসফট কিংবা ফেসবুকের মতো বড়ো কোম্পানিতে চাকুরি করব। এখন কেন যেন অবাস্তব মনে হচ্ছে। কিভাবে সম্ভব?
এছাড়া, প্রতিটি অধ্যায়ের শেষে রয়েছে যথেষ্ট প্র্যাকটিস সেকশন, যা পাঠকদের শেখা বিষয়গুলো যাচাই করতে এবং নিজের স্কিল বাড়াতে সাহায্য করবে। আশা করি, পাঠকরা এই বইটি মজা নিয়ে পড়তে পড়তে এবং পাশাপাশি প্র্যাকটিস করতে করতে জাভাস্ক্রিপ্টও দক্ষভাবে আয়ত্তে আনতে পারবেন।
— জুনায়েদ আহমেদ
লেখক ও সফটয়্যার ইঞ্জিনিয়ার