ঝংকার মাহবুব
ঝংকার মাহবুব হলেন একজন জনপ্রিয় বাংলাদেশী সিনিয়র ওয়েব ডেভেলপার, উদ্যোক্তা, লেখক এবং প্রোগ্রামিং প্রশিক্ষক। তিনি নিলসেন কোম্পানিতে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করেন এবং তিনি মূলত প্রোগ্রামিং শেখানো এবং তরুণদের ক্যারিয়ার গড়ার জন্য টিপস ও পরামর্শ প্রদানের জন্য পরিচিত। তার লেখা বিভিন্ন বই যেমন "হাবলুদের জন্য প্রোগ্রামিং", "প্রোগ্রামিংয়ের বলদ টু বস", এবং "রিচার্জ ইয়োর ডাউন ব্যাটারি" বাংলাদেশের তরুণ প্রোগ্রামারদের মধ্যে খুব জনপ্রিয়।