ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে মুসলমানদের বিপুল রক্ত লেগে আছে।
কিন্তু প্রথাগত ইতিহাসে তার স্বীকৃতি খুবই কম। তথাকথিত অনেক সত্যনিষ্ঠ ঐতিহাসিকও যেন সচেতনভাবে মুসলমানদের অবদানকে অস্বীকার কিংবা তুচ্ছ করে তাদের বইপুস্তক প্রণয়ন করেছেন। এটা মূলত ইতিহাসেরই অপমান কারণ ইতিহাসে যার যা প্রাপ্য তা তাকে দিতেই হবে।