নিমিখ পানে দ্বিতীয় খণ্ডের আলোচ্য বিষয় যোগজীকরণ। যোগজীকরণ ব্যাপারটা আসলে কী, কোন চিন্তা থেকে এর উদ্ভব সেই ব্যাপারটা শুরুতে বোঝাতে চেয়েছি আমি। কেন ক্ষেত্রফলের উল্টো ঢাল, কোসাইনের যোগজ যে সাইন সেটা কী করে ছবি দেখেই বোঝা যায়, সেগুলো ব্যাখ্যা করেছি। আছে যোগজীকরণের নানা কৌশলের কথা। লেখর তলার ক্ষেত্রফল, বক্ররেখার দৈর্ঘ্য আর মাটির কলসের আয়তন নির্ণয়ের মতো সমস্যার সমাধান কী করে করা যায় সেগুলোও আছে। কোনো কোনো ফাংশনকে কখনোই যোগজীকরণ করা যায় না, সে কথাও আছে।