এই গল্পগ্রন্থে আমার পরিচিত গণ্ডী থৃলার ছাড়াও বিভিন্ন ধরণের গল্প রয়েছে। বিষয়বৈচিত্রের দিক থেকে ‘সমৃদ্ধ’ বললে উন্নাসিক বলা যাবে না হয়তো! তারচেয়েও বড় কথা, এখন পর্যন্ত নিজের কাছে নিজের লেখা সেরা কাজগুলোর বেশ কয়েকটি এই গল্পগ্রন্থে স্থান পেয়েছে-এমন দাবি আমি অকপটেই করছি। পাঠক গল্পগুলো পড়ে আনন্দ পেলে ভীষণ ভালো লাগবে আমার।